কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লার মুরাদনগরের কামাল্লা ইউনিয়নের কামাল্লা দঃপাড়া আজিজ মিয়ার বাড়ি থেকে দারগা বাড়ি রাস্তা নির্মানে আনোয়ার মেম্বার, আনোয়ারা মেম্বার, যুবলীগ নেতা রিফাত সরকারের নেতৃত্বে বেকু দিয়ে বিধবা নারীর কৃষি জমি কেটে রাস্তা নির্মান করে।বিধবা নারী বাধা দিলে বলে চেয়ারম্যান বলছে। এবিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান মাষ্টার আবুল বাসার খান জানান তিনি কিছু ই জানেন না,রিফাত সরকার দারগা বাড়ির লোকজনের যোগ সাজেশনে এগুলো করছে,আমি নির্বাচনের সময় ভোট চাইতে আসলে নিরীহ বিধবা মহিলা আমার নিকট অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এলাকায় অনেকে আমার কাছে জানতে চাইছে আমি বলছি রিফাত সাবেক এমপির লোক সে এলাকায় জোর অবস্থিতি করে আসছে,আমি বারন করে তাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এবিষয়ে রিফাতের ও আনোয়ার মেম্বারের মোবাইল বন্ধ পাওয়া যায়।
Leave a Reply