August 31, 2025, 9:12 am
এম এ আলিম রিপন ঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে ওই বিদ্যালয়েরই পরিচ্ছন্নতাকর্মী পলাশ প্রামানিক(২৪) এর গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পাবনা সদর উপজেলার চরতারপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ী গ্রামের মন্টু প্রামানিকের ছেলে। মঙ্গলবার(০৯ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে টিনের ঘরের সপ্তম শ্রেণীর ক্লাসরুমে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী পলাশ প্রামানিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়।পরে খবর পেয়ে থানা পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিমান করে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে এদিন রাতেই পলাশ প্রামানিকের জানাজা নামাজ শেষে স্থানীয় খাপড়াডাঙ্গী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পলাশ প্রামানিক এলাকায় নম্র,ভদ্র ও শান্তশিষ্ট ছেলে হিসেবে পরিচিত ছিল বলে এলাকাবাসী জানায়। এদিকে পলাশ প্রামানিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ^াস,আ.লীগ নেতা সন্তেশ প্রামানিক, নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চরতারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান এবং চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব প্রামানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।