August 31, 2025, 12:24 am
বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। এদিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন জাতীর পিতা শেখ মুজিবুর রহমান। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বানারীপাড়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
আজ বুধবার সকাল দশটায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খিজির হোসেন সরদার,আকতার হোসেন মোল্লা,সদস্য ফারুক হোসেন বেপারী,শেখ শহিদ,আনিসুর রহমান মিলন,রিয়াজুল ইসলাম রাজু,হুমাউন কবির লুলু,জাকির হোসেন মোল্লা,যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাইনুল হোসেন রুমান,মুনতাকিম লস্কর কায়েস,সাবেক কমিশনার কামাল হোসেন,আতিক বাপ্পি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।