মিরপুরে ডাকাতি- ট্রমা সেন্টারে যন্ত্রণায় কাতরাচ্ছেন ব্যবসায়ী সালাউদ্দিন

মশিউর রহমান,
(হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল মিরপর-মহাশয় বাজার সড়কে ডাকাতদের হামলায় গুরুত্বর আহত ব্যবসায়ী সালাউদ্দিন (৩০) হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনার তিনদিনেও কোন দূর্বৃত্ত গ্রেফতার বা লুন্ঠিত টাকা উদ্ধার হয়নি। গত ৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে উল্লেখিত সড়কের মামদনগর গ্রামের পাশে একটি নার্সারীর নিকট এ ডাকাতির ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী আব্দুল মন্নাফের ছেলে।

খোজ নিয়ে জানা যায়, ঘটনার দিন রাতে মিরপুর বাজারের ধান চাউল ব্যবসায়ী সালাউদ্দিন প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওয়ানা দেন। পথিমধ্যে মিরপুর-মহাশয় বাজার সড়কের মামাদনগর নার্সারির কাছে পৌঁছামাত্র ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত মোটরসাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিককালে ডাকাতরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত করে।
তাৎক্ষণিক তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা একটি রামদা, একটি মোবাইল ফোন সেট, একটি জেকেট রেখে পালিয়ে যায়। গুরুত্বর আহত সালাউদ্দিনকে লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ট্রমা সেন্টারে রেফার্ড করেন।

এদিকে স্থানীয় লোকজন জানান, মিরপুর উপ স্বাস্থ্য কেন্দ্র এলাকায় গভীর রাত পর্যন্ত একটি নতুন বাসায় অপরিচিত যুবকদের আনাগোনা থাকে। মদ-গাজাঁ ও নারী নিয়ে মত্ত থাকে এসব যুবকেরা। এনিয়ে কয়েকবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *