বরিশাল -০২ আসনের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন- মূল প্রতিদ্বন্দ্বী নৌকা ও ঈগল

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। দ্বাদশ জাতীয় নির্বাচনের শেষ মুহুর্তের বরিশাল -০২ আসনে(বানারীপাড়া-উজিরপুর)
সুষ্ঠ নির্বাচন কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী যথাক্রমে ১৪ দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বাংলাদেশের ওয়াকর্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খাান মেনন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য শেরে বাংলার দৌহিত্র ঈগল প্রতীকের প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু।
ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সাবেক এমপি মোঃ মনিরুল ইসলাম মনি নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে ঢেকি প্রতীক জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গিয়েছেন। নির্বাচন থেকে সরে গিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ ইকবাল হোসেন। নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, এনপিপি’ প্রার্থী শাহেব আলী, তৃণমূল বিএনপি প্রার্থী সোনালী আঁশ প্রতীকের আলহাজ্ব শাজাহান সিরাজ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছন। এ পাঁচজন প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ১৪ দলীয় প্রার্থী নৌকা প্রতীকের রাশেদ খান মেনন এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুর মধ্যে।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অন্তরা হালদার জানান, ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। শুক্রবার সকালে আর্মি, বিজিবি এবং পুলিশ বাহিনীর সাথে ইতিমধ্যে বৈঠক হয়ে। তাদের সাথে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তত রয়েছি। বানারীপাড়া উপজেলায় ৫৩ টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ১৭ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।
বরিশাল -০২(বানারীপাড়া-উজিরপুর) উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩৬ টি। ভোটার সংখ্য ৩ লক্ষ ৫৮হাজার ২৪৬ জন। এর মধ্যে ১ লক্ষ ৮২ হাজার ৩৬৮ জন পুরুষ, ১ লক্ষ ৭৫ হাজার ৮৭ জন নারী এবং ১ জন হিজরা ভোটার রয়েছেন।
বরিশাল -০২ আসনে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা সম্পন্ন হয়েছে। এ আসনে নির্বাচনের পরিবেশ সুস্থ রাখার ক্ষেত্রে প্রশাসন সার্বিক ব্যবস্থা নেয়ার জোড় প্রচেষ্টা করছেন।#

এস মিজানুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *