লক্ষ্মীপুরে কেন্দ্রে ব্যালট যাবে ভোরে

নাজিম উদ্দিন রানাঃ
’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরণের মালামাল পৌছেছে লক্ষ্মীপুরে। জেলার ৪টি আসনের নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতিও এখন প্রায় সম্পন্ন। আগামীকাল (শনিবার) প্রিজাইডিং ও পোলিং এজেন্টরাসহ কেন্দ্রে পৌছে যাবে এসব মালামাল। আর ভোটের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে, তবে দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে আগের দিন ব্যালট পাঠানো হবে বলে জানালেন জেলা রিটার্ণিং কর্মকর্তা।
শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

এদিকে একই সময়ে জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয় দাবী করে পুলিশ। তবে কিছু কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
এর আগে সকালে স্থানীয় টাউন হলে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন।

এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেল নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর মেজবাহ। এসময় সেনাবাহিনী, র‌্যাব , আনসার ও এন এস আই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

প্রসঙ্গত : জেলার ৪টি আসনে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৯৫৬জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *