মৌগাছির মাহাবুবা টেড্রার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় অসংখ্য আলুচাষি এক বীজ ডিলারের প্রতারণায় নিঃস্ব হতে চলেছে। স্থানীয়রা জানান, তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার মৌগাছি বাজারের ব্র্যাকের আলু বীজ ডিলার মেসার্স মাহাবুবা টেড্রার্স থেকে আলু বীজ কিনে রোপণ করে তারা প্রতারিত হয়েছেন। এতে সাধারণ মানুষের মাঝে ব্র্যাকের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত আলুচাষিরা বলছে, ডিলার অধিক মুনাফার আশায় ব্র্যাকের
আলু বীজ ব্যাগ রিপ্যাক করে খাবার আলু বীজ আলু বলে বিক্রি করেছে।
জানা গেছে,তানোর উপজেলার সরনজাই
ইউনিয়নের (ইউপি) নবনবী, তাঁতিহাটি, পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন ও চককাজিজিয়া মাঠে সিংহভাগ
আলুখেতে ব্র্যাকের বীজ রোপণ করা হয়েছে। কিন্ত্ত অধিকাংশ আলুখেতে
আলু গাছ গজায়নি। সরনজাই ইউপির তাঁতিহাটি গ্রামের প্রসিদ্ধ আলু চাষি পারভেজ মোশাররফ বলেন, মৌগাছি বাজারের ব্র্যাকের বীজ ডিলার মেসার্স মাহাবুবা টেড্রার্স থেকে উচ্চ মুল্যে তিনি এসব আলু বীজ কিনে রোপণ করেছেন।
কিন্তু মাত্র ৩০ শতাংশ গাছ গজিয়েছে। আবার যতোটুকু গাছ গজিয়েছে সেগুলোর গোড়ার বীজ পচে যাচ্ছে। তার ধারণা ব্র্যাকের আলু বীজ ব্যাগ রিপ্যাক করে নিন্মমাণের নকল আলু বীজ দিয়ে ডিলার তার সঙ্গে প্রতারণা করেছে।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, মাহাবুবা টেড্রার্সের স্বত্বাধিকারী রাশেদুল দীর্ঘদিন যাবত কালোবাজারে সার বিক্রি ও নিম্নমানের আলু বীজ বিক্রি করে কৃষকের সঙ্গে প্রতারণা করে আসছে। এবিষয়ে জানতে চাইলে মেসার্স মাহাবুবা টেড্রার্সের স্বত্বাধিকারী রাশেদুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ব্র্যাকের আলু বীজ রোপণ করে তার নিজের আলুখেতে বীজ গজায়নি। তিনি বলেন, ব্র্যাকের কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। এবিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *