চট্টগ্রাম বন্দরের আমদানীকৃত ৩৫২পিচ বিভিন্ন রংয়ের কাপড়ের রোল সহ ২জন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ

মোঃ ‌ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ২ টি কভারভ্যানসহ চোর চক্রের ২ সদস্য কে আটক করেছে গতকাল রাতে।
বন্দর ও পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার (এডিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে টিম স্পেশালের গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন শাহ আমানত (রঃ) মাজার রোডস্হ (জেল রোড) মেসার্স এন ইসলাম এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে ৩৫২ পিস বিভিন্ন রংয়ের কাপড়ের রোল ও ০২ টি কভারভ্যানসহ গ্রেফতার করেন। আটককৃতরা হলেন মোঃ ইলিয়াস ও মোঃ শাহজাহান।

গ্রেফতারকৃত ব্যক্তিরা অভ্যাসগতভাবে বন্দর থেকে আমদানীকৃত কাপড়ের রোল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা করে টেরীবাজার ও ঢাকার পার্টির নিকট বিক্রয় করে দেয় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তাদের নিয়মিত মামলা দায়ের করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *