সুজানগরে বছরে নতুন পাঠ্যপুস্তক, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগরে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু হয়েছে। সোমবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহিদুল হাসান রোজ, প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিতে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন শিক্ষার্থীরা। পাঠ্যপস্তুক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, বিনামূল্যে বছরের প্রথম দিনে সরকার সারাদেশে শিক্ষার্থীদের হাতে কোটি কোটি বই পৌঁছে দিয়েছে। সরকার বিনামূল্যে বই বিতরণ করে বিশ্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দেশে বই বিতরণের চিত্র বিশ্বের অন্যান্য দেশ অবাক হয়ে যায়, তারা জানতে চায় কিভাবে আমরা এটি করতে পারি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে তা হলে তোমরা সব জানতে পারবে। বিশ্বের কোথাও এইভাবে বছরের শুরুতেই বই বিতরণ সম্ভব হয় না। সেদিন হয়ত আর বেশি দুরে নয় যেদিন বই এর পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হবে। এতে শিক্ষার মান বৃদ্ধিসহ সমগ্র বিশ^ আসবে শিক্ষার্থীদের হাতের মুঠোয়। স্বপ্ন পুরন হবে ডিজিটাল বাংলাদেশের।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *