বেতাগীতে জনপ্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা’র পক্ষে বেতাগী উপজেলার সকল চেয়ারম্যান কাউন্সিলর ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক ফারজানা সবুর রুমকী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী নফিজুর রহমান চুন্নু, জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, বিবিচিনি ইউনিয়ন পিরষদ চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন, কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন এবিএম মাসুদুর রহমান খান, এসবিএম জিয়াউর রহমান জুয়েল, মোঃ নাসির উদ্দিন ও রোফেজা আক্তার রুজি, ইউনিয়ন পরিষদ মেম্বারদের মধ্যে মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইদ্রিসুর রহমান, শাহিন হাওলাদার ও মাসুদ আলম মৃধা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *