রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ২৯তম বর্ষপূর্তি উদযাপন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ২৯ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।

সভায়, সভাপতি সাহেব তার বক্তব্যে বলেন, ১৯৯৫ সাল থেকে চারঘাট উপজেলা প্রেসক্লাব বিভিন্ন চড়াই উৎরায় পেরিয়ে সংগঠনের কার্যকম এখনো চালিয়ে আসছে যা ভবিষ্যৎতে এই ভাবেই চলবে।

তিনি আরও বলেন, সংগঠনের সাথে আমরা যারা যুক্ত আছি অদূর ভবিষ্যৎতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।

সবশেষে, অতীতের সমস্থ গ্লানী মুছে ফেলে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *