ত্রিশালের বালিপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদের ব্যাপক গন সংযোগ

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে ব্যাপক গণসংযোগ প্রচার-প্রচারণা, মতবিনিময় ও আলোচনা সভায় ব্যস্ত সময় পার করছেন আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা শেষে রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন জাপার প্রার্থী আবদুল মজিদ।এসব নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ ০৭ ত্রিশাল আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মজিদ বলেন- আসন্ন নির্বাচনে বিজয়ী হতে পারলে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করবো। পল্লীবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ। এদেশে যা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা পল্লীবন্ধুর অবদান।পল্লীবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ত্রিশালের সর্বস্তরের জনতার সুখে-দুঃখে পাশে থাকবো। এসময় তিনি বলেন-
যদি আমি যদি এমপি নির্বাচিত হতে পারি বালিপাড়া রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর ব্যবস্থা করবো ও বালিপাড়া ইউনিয়নে স্থায়ী পুলিশ ফাড়ি সহ বালিপাড়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো। মতবিনিময় ও আলোচনা সভায় লাঙ্গলের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল বারেক,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক,ওলামা পার্টির সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন,ডাঃ গোলাম মোস্তফা কামাল, এম এ রশিদ সরকার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *