বরগুনা জেলা ভিবিডি’র সভাপতি খাইরুল ইসলাম মুন্না সম্পাদক আবু জাফর

বরগুনা প্রতিনিধি।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ – ভিবিডি’র বরগুনা জেলা শাখার প্রেসিডেন্ট মো. খাইরুল ইসলাম মুন্না এবং আবু জাফর জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বরগুনা জেলা সহ সারাদেশের ৬৪ জেলায় ডিজিটাল তথ্য প্রযুক্তির সহায়তায় ইমেইলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ভিবিডির ফাউন্ডার করভী রাকসান্দ ধ্রুবের সভাপতিত্বে দেশ দেশব্যাপী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – বরগুনা জেলা শাখার প্রেসিডেন্ট মো. খাইরুল ইসলাম মুন্না, জেনারেল সেক্রেটারি আবু জাফর হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট ইশরাত জাহান লিমা, হিউম্যান রিসোর্স অফিসার মোঃ রুবেল, প্রজেক্ট অফিসার নূরে জান্নাত সাবরিনা, ট্রেজারার তাকওয়া তারিন নুপুর, পাবলিক রিলেশন অফিসার মো. সোহানূর রহমান সৈকত আগাামী ১ বছরের জন্য নির্বাচিত হন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ হচ্ছে জাগো ফাউন্ডেশনের একটি যুব শাখা। ২০১১ সালে বাংলাদেশে মার্কিন দূতাবাসের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালে জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা করবী রাকসান্দ র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড অর্জন করেন।

SDG বা “সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল” এর ১৭ টি বিষয় নিয়ে কাজ করাই এদের মূল লক্ষ্য। 
বরগুনা জেলার প্রেসিডেন্ট খাইরুল ইসলাম মুন্নার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিগত বছরগুলোর থেকে সামনের দিকে আরো ভালো কাজ করা হবে ভিবিডির মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, “বেশি বেশি সাস্টেইনেবল প্রজেক্ট তৈরি করা সহ মাসিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করা হবে। যাতে ভলানটিয়ারদের আরো দক্ষতা বৃদ্ধি ত্বরান্বিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *