প্রধানমন্ত্রীর জনসভার সুযোগ নিয়ে বিরোধীয় সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মান চেষ্টার অভিযোগ

মোগল শাফাকাত শুভ,বরিশাল প্রতিনিধি।

প্রধানমন্ত্রীর জনসভার সুযোগ কাজে লাগিয়ে বিরোধীয় সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মান চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে খাদেমের স্ব মিল সংলগ্ন এলাকার। বর্তমানে জমি সক্রান্ত বিরোধে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়,এলাকার বাসিন্দা মোঃ মিজানুর রহমান ও তার একই সীমানার বাসিন্দা মোঃ জসিমের সাথে এ বিরোধ চলমান রয়েছে। আবদুল খালেক মোল্লার ছেলে জসিম মোল্লার খামখেয়ালীপনা ও মিজানুর রহমানের সীমানায় ঢুকে বাউন্ডারি ওয়াল করার অভিযোগে গত ২ নভেম্বর বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীলের কাছে একটা লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মিজান। অভিযোগের প্রেক্ষিতে পৌরসভার দায়িত্বশীল কর্তারা এসে জসিম মোল্লার নির্মান কাজ বন্ধ করে দেয়। কিন্তু সুচতুর জসিম মোল্লা সুযোগের অপেক্ষায় থাকে। অবশেষে ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের সমাবেশে অংশগ্রের জন্য মিজান বরিশালে অবস্থান করায় সেই সুযোগ নেয় জসিম মোল্লা। তরিঘরি করে বিরোধীয় যায়গায় বন্ধ থাকা গ্রেডভিমের ঢালাই কাজ সম্পন্ন করে। এসময় মিজানের স্ত্রী জসিম মোল্লার কাজে বাধা দিতে গেলে ঘটনার স্বাক্ষীদের সহ তাদের খুন জখমের হুমকি দেয় বিবাদীরা। এঘটনা মিজানকে মুঠোফোনে জানানো হলে সমাবেশে অবস্থানরত অবস্থায় মিজান স্থানীয় কাউন্সিলর জাহিদ হোসেন সরদারকে বিষয়টি অবহিত করেন। সমাবেশ শেষে এলাকায় ফিরে ওই দিন সন্ধ্যা রাতেই মিজানুর রহমান বাদি হয়ে জসিম মোল্লা সহ ৩/৪ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এবিষয়ে জসিম মোল্লার কাছে জানতে চাইলে,তিনি জানান তার নিজ সম্পত্তিতেই কাজ করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *