মহিউদ্দিন চৌধুরী,
পটিয়া প্রতিনিধি।।
পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে নৌকা ও ঈগল সমথকদের উপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড পান্নাপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, নৌকা সমর্থিত জানে আলম (২৬), মো: মামুন (২৫), ওসমান গনি মিয়া (২৮), মো: ফাহিম (২২) এবং ঈগল সমর্থিত আহত নুরুল ইসলাম (৩৫), মনির উদ্দিন (৩৫), রাসেল (৩৪), রায়হান (৩৬)। এদিকে, পৃথক আর একটি ঘটনায় নৌকা সমর্থক আবদুল রাজ্জাক (২২), সিফাত (২০) ও তুহিন (২১) কে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়, কুসুমপুরা ইউনিয়নে ২নং ওয়ার্ড এলাকায় নৌকা ও ঈগল প্রার্থী‘র সমর্থকদের পৃথক দুইটি পথসভা চলছিল। এমন সময় উভয় পক্ষে স্ব স্ব প্রতীকের শ্লোগান দিতে থাকে। হঠাৎ করে ঈগল প্রার্থীর সমর্থকরা নৌকা প্রার্থীর সমর্থিতদের উপর লাঠি সোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। ঈগল প্রার্থীর সমর্থক নুরুল ইসলাম, এমএ এজাজ চৌধুরী ও আবু তৈয়ব, সালাহ উদ্দিন সরোয়ার, ফজল কাদের এর নেতৃত্বে ২০/২৫ জন লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র-সন্ত্র দিয়ে হামলা চালিয়ে নৌকা সমর্থিত বেশকয়েক জনকে আহত করেন।
অপরদিকে, নৌকার সমর্থক আবদুল রাজ্জাক, সিফাত ও তুহিন পটিয়া সদরে আসার পথে উজিরপুর এবাদাত খানা এলাকায় হল ওকে সেন্টারে সামনে ঈগল সমর্থক মোজাম্মেল হক লিটন প্রকাশ ডাকাত লিটনের নেতৃত্বে তাদের অতর্কিত হামলা করে। এদের মোটর সাইকেলটি রেখে দেয় এবং তাদের এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর পুত্র ও প্রধান নির্বাচনী সমন্বয়কারী নাজমুল করিম শারুন তার কাছে থাকা অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড ফাকাঁ গুলিবর্ষন করে বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় আতংক তৈরী হয়। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) মো: সোলাইমান এর কাছে জানতে চাইলে তিনি মিটিং আছে বলে জানান।
পটিয়ায় কুসুমপুরার পান্নাপাড়া মোড়ে নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলা আহত-১১

Leave a Reply