স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজের নির্বাচনী ইস্তেহার ঘোষণা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ সাংবাদিকদের নিকট তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। দিনাজপুর-৬ আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত।

গতকাল সন্ধ্যা ৭টায় বিরামপুর শহরে অবস্থিত সাপ্তাহিক বিরামপুর বার্তা কার্যালয়ে শাহনেওয়াজ ফিরোজ শুভ তার ২৩ দফা ইস্তেহার ঘোষণা করে বলেন, তার ঈগল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য কাজ করবেন। সেই সাথে সকল শ্রেণি পেশার মানুষের দীর্ঘদিনের দাবি বিরামপুর জেলা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

সে পেশায় আয়কর আইনজীবী। স্বতন্ত্র প্রার্থী শুভ’র ইস্তেহারের সময় সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ’লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, জাসদ থেকে শাহ আলম বিশ্বাস, তৃণমূল বিএনপি থেকে মোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।

বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *