ঝিনাইদহ ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দিন রাত জনসংযোগে ব্যস্ত-সালাহউদ্দিন মিয়াজী

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে,স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সংসদীয় আসন-৮৩ ঝিনাইদহ-৩ (মহেশপুর,কোটচাঁদপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী,মেজর জেনারেল (অব:) মো: সালাহউদ্দিন মিয়াজী,ধারাবাহিক ভাবে উপজেলার সকল ইউনিয়নে দিন রাত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকল মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এবারের নির্বাচনে এ-প্রতিনিধি সকল ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে নৌকার প্রার্থীর বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও শ্রেনী পেশার আলাপকালে জানা যায়, ,জননেত্রী শেখ হাসিনা আমাদের বয়স্ক ভাতা,বিধবা ভাতা, গর্ভ কালিন ভাতা সহ দেশের সকল উন্নয়নের ধারাবাহিকতা চলমান রেখেছে। যার ফলে আমরা আবারও তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছি। ফলে জননেত্রী তার মনোনীত প্রার্থী সালাহউদ্দিন মিয়াজীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে,মহেশপুরের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার অভিমত ব্যক্ত করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *