বাবুগঞ্জে বিএনপির লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ

কে এম সোয়েব,
বাবুগঞ্জের নুতনহাট (শিলনদিয়া) সহ ওই এলাকার বিভিন্ন জায়গায় ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাহারের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছেন জামাত ও বিএনপি।

এ ঘটনার আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সন্ধা ৬ টায় বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ খানের নেতৃত্বে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশটি আগরপুর বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অবশেষে আওয়ামী লীগের পার্টি অফিসে জড় হয় উপস্থিত নেতা কর্মিরা।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাদল বিশ্বাস,জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার তারেকুল ইসলাম তারেক, লুৎফর কবির সবুজ প্রমুখ। এ ছারাও আওয়ামী লীগ ও সহযোগী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শতাধিক নেত্রীবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *