পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে রশীদুজ্জামানের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, পূজা পরিষদের জেলা কমিটির যুগ্ম সম্পাদক সাধন ভদ্র, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, পূজা পরিষদের উপজেলা সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা সদস্য অলোক মজুমদার, মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারি মোহন সরকার, বাবুরাম মন্ডল, অখিল মন্ডল, জগদীশ রায়, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, সুনীল মন্ডল, নির্মল চন্দ্র অধিকারী, শংকর দেবনাথ, প ানন সানা, দীপক মন্ডল, অসিম রায়, পলাশ বিশ্বাস, পিযুষ সাধু, বিপুল বিশ্বাস, তাপস বসু, অপুর্ব রায়, বিপ্লব সাধু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, কালিপদ মন্ডল, বিমল কৃষ্ণ সরকার, অশোক অধিকারী, দেবব্রত কুমার মন্ডল, ত্রীনাথ বাছাড়, সুব্রত কুমার সানা, উজ্জ্বল মন্ডল, পঙ্কোজ মন্ডল, তপন ঘোষ, যোগেশ মন্ডল, প্রজিৎ কুমার রায়, বিধান রায়, তারক মজুমদার, দিপংকর কুমার, বিজন বিহারী ও বিদ্যুৎ বিশ্বাস। মতবিনিময় সভায় রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বাঙালি। এখানে কোন ভেদাভেদ নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে। নিরাপদে সবাই যার যার ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে আবারও ১/১১ পরিস্থিতি সৃষ্টি হবে। এ ধরণের পরিস্থিতি এড়াতে তিনি সনাতন ধর্মালম্বী সহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান।
পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় এবার বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। দূর্বৃত্তরা ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সলুয়াস্থ বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল জাতীয় দ্রব্য দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে। পাহারারত লোকজন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বিদ্যুৎ কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার বলেন। পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা বলেন, উপজেলার হরিঢালী ইউনিয়নে সলুয়াস্থ পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করার মাধ্যমে নাশকতার চেষ্টা করে। এ সময় আমাদের দুইজন লোক দায়িত্বরত থাকায় উপকেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানার পর সার্কেল ও থানা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি ওবাইদুর রহমান জানান।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *