ষ্টাফ রিপোর্টারঃ
টানা তৃতীয়বারের মত ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আউয়াল সেলিম। তিনি মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্থ আস্থাভাজন। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ (তরুণ) করদাতা নির্বাচিত হলেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল ময়মনসিংহের সেরা করদাতাদের সম্মাননা ক্রেস কার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার হাত থেকে তিনি এই সম্মাননা পদক গ্রহণ করেন।
আব্দুল আউয়াল সেলিম মেসার্স মাল্টি প্লেক্স এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী।
আব্দুল আউয়াল সেলিম বলেন, ‘ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় আসেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেওয়া ততই বাড়িয়েছি। ২০২০ সালে প্রথম ময়মনসিংহ জেলায় সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০২১ সালে ও সর্বশেষ ২০২৩ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিত নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।’
আব্দুল আউয়াল সেলিম ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ বাসী তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।

Leave a Reply