নির্বাচনকে উৎসবমুখর করতে ময়মনসিংহ সদরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ আসনে নির্বাচনী পরিবেশ কে উৎসবমুখর ও সুশৃঙ্খল করতে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রার্থী ও কর্মীসমর্থকদের আইনকানুন মেনে চলাসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী থানার উপ-পরিদর্শক এসআই মো. আরিফুল ইসলাম।

এ ব্যপারে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ প্রাপ্তের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করা হবে। তিনি আরো জানান এ কার্যক্রম ধারাবাহিক ভাবে ময়মনসিংহ সদর উপজেলার সব কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *