গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রী-২০.০০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী গ্রামস্থ জনৈক মোছাঃ নুরনাহার বেগম (৪৫), স্বামী-মোঃ শহিদুল ইসলাম, সাং-মহিষালবাড়ী, ২নং ওর্য়াড, গোদাগাড়ী পৌরসভা, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী এর পূর্বমুখী তিনতলা বিশিষ্ট ০২ রুমের ফ্লাট বাসার ভিতর হইতে হেরোইন-৩০০ গ্রামসহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। মোছাঃ নুরনাহার বেগম (৪৫), স্বামী-মোঃ শহিদুল ইসলাম, সাং-মহিষালবাড়ী, ২নং ওর্য়াড, গোদাগাড়ী পৌরসভা, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী কে গ্রেফতার করে। উক্ত হেরোইন আসামী অবৈধভাবে অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার জন্য তাহার নিজ হেফাজতে রাখিয়াছিল। উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে ১। রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৩১, তারিখ¬-১৬/০৯/২৩, জিআর-৪৮৯/২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(খ)/৪১। ২। রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-০২, তারিখ¬-০৩/১০/২৩, জিআর-৩৮৮/২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(খ) বিজ্ঞ আদালতে বিচারাধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, ধৃত আসামী পার্শ্ববর্তী জেলা নাটোর হতে সংগ্রহ করিয়া উক্ত গাঁজা রাজশাহীর দিকে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসতেছিল।

গ্রেফতারকৃত উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে। শহিদুল ইসলাম সিদ্ধ ডিম বিক্রেতা দিয়ে কর্মজীবন শুরু করে মাদক ব্যবস্থা করে শূন্য থেকে কোটিপতি হয়েছেন। রাজকীয় তিনতলা বাড়ী, বিভিন্ন জায়গায় ২৫ বিঘা জমি, কোটি কোট টাকার ব্যাংক ব্যালেন্স অবৈধ কালটাকার সম্পদ করে তুলেছেন। মাদক সম্রাট শহিদুল সব সময় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা, অসৎ থানা পুলিশ, ডিবিপুলিশ ছত্রছাঁয়ায় মাদক ব্যবসা করে আসলেও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর জালে ধরা পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *