নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী বাজরে বৈদ্যুতের ট্যান্সমিটারের গা ঘেঁষে নিয়মনীতি উপেক্ষা পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ও সাকো বন্ধ করে জামায়াত নেতা ডা. ইসমাইল হোসেন মার্কেট নির্মান করেছিলেন। এ ব্যপারে বিভিন্ন অন লাইন পোটালে নিউজ প্রকাশের পর নড়েচড়ে বসেন পৌরসভা কতৃপক্ষ। কাজটি বন্ধ করে দেন। পৌরসভার আমিন দিয়ে মাপার পর জামায়াত নেতা ইসমাইল বাধ্য হয়ে ভেঙ্গে নিয়েছেন। পৌরসভার নিয়ম মেনে মার্কেট নির্মান করার সিদ্ধান্ত দিয়েছেন পৌর কতৃপক্ষ।
পৌরসভার মহিশালবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক, হোমিও ডাক্তার, আলহাজ্ব মোঃ ইসলাইল হোসেন পৌরসভার নিয়মনীতি তোয়াক্কা না করে গত বুধবার হতে বৈদ্যুতিক ট্যান্সফরমারের গা ঘেঁষে পাম্প বসিয়েছেন। পৌরসভার ১৫ লাখ টাকায় নির্মিত রিটার্নিং ওয়ালের উপর ওয়াল দিয়ে, একটি সাঁকো বালু দিয়ে ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বীরদাপটে মার্কেট নির্মান করেছেন। জামায়াত নেতার এমন অবৈধ কর্মকান্তে এলাকাবাসী হতাশ হয়েছিলেন।
১১ হাজার বৈদ্যুতিক লাইনের নীচে তিনটি দোকান নির্মান করছেন এটা মারাত্বক বিপদজনক। দুর্ঘটনা ঘটলে, প্রানহানি হলে তার দায়ভার কে নিবে জনগনের প্রশ্ন?
এ ব্যপারে গোদাগাড়ী পৌরসভার মেয়য় আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার নিময় ভঙ্গ কেউ মার্কেট নির্মান করতে পারবেন না। পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর ওয়াল দিয়ে মার্কেট নির্মান করা ও ব্রীজ মাটিদিয়ে ভরাট করা মারাত্বক অপরাধ। নির্মান কাজ বন্ধ করা হয়েছিল। তিনি নির্মিত ওয়াল ভেঙ্গে নিয়েছেন।
পৌরসভার প্রকৌশলী সারোয়ার জাহান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার সার্ভিয়ার দিয়ে পরিমাপ করা হয়েছে। রিটার্নিং ওয়ালের উপর নির্মিত ওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে। পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাসের সিদ্ধান্তে পৌরসভার নিয়মনীতি মেনে রিটার্নিং ওয়ালের বাইরে নতুন ওয়াল দিয়ে মার্কেট নির্মান করবেন। পৌরসভার সভার অর্থে নির্মিত রিটার্নিং ওয়ালের উপর
অবৈধভাবে নির্মিত মার্কেট ভেঙ্গে ফেলায় পৌর মেয়র, প্রকৌশলীকে ধন্যবাদ জানান এলাকার সচেতন মহল।
এব্যপারে অভিযুক্ত জামায়াত নেতা আলহাজ্ব ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি পৌরসভার নির্মিত সাঁকো, রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর ওয়াল দিয়ে মার্কেট নির্মান করার বিষয়টি স্বীকার করেন। এবং পৌর কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্মিত মার্কেটের ওয়াল ভেঙ্গে ফেলেছেন বলে তিনি জানান।
মোঃ হায়দার আলী
রাজশাহী।

Leave a Reply