কুমিল্লা থেক মোঃতরিকুল ইসলাম তরুন ,
সদর দক্ষিণ থানার বিজয়পুর ইউনিয়নের রাজারখোলা গ্রামের মধ্যবিত্ত পরিবারের প্রতিবন্ধী আব্দুল বারেক তার পৈত্রিক নিবাসে তার পরিবার নিয়ে বসবাস করেন। গত কাল ২৬ শে ডিসেম্বর সরজমিনে গিয়ে জানা যায় আব্দুল বারেকের বাড়ির উত্তর পাশে দীর্ঘ দিনে পুরোনো একটি পায়ে হাটার রাস্তা। এই রাস্তার পাশে একই গ্রামের বসবাস রত শাহাজাহানের মাতা জীবিত থাকা অবস্থায়, মোসা: তাজু বিবির কাছ থেকে ৪ শতক জায়গা ক্রয় করেন আব্দুল বারেক । পাশের বাড়িতে বসবাস রত বারেকের চাচা রুস্তম আলী ছাড়াও কোরবান আলী, সাজেক, গনি মিয়া, শাহজাহান, শহীদ, ও আবাদের কুদৃষ্টি পড়ে আব্দুল বারেকের ৪শতক জায়গার ওপর। তারা জোরপূর্বক আব্দুল বাবেকের জায়গা দখলের নেশায় ২০১৪ সাল থেকে শুরু করেন দফায় দফায় আক্রমণ ও অমানবিক নির্যাতন করে আসছে প্রতিবন্ধী বারেকের উপর।স্থানীয়রা ও বারেকের স্বজনরা বলেন বিবাদীরা রাস্তা সরু ও অবৈধ মাটি বালি বুঝাই ট্রাক্টর যাতায়াতের জন্য রাস্তা প্রসস্থ করতে তাদের উপর হামলা, হুমকি দিচ্ছে। আবার কখনও লাঠি নিয়ে ধাওয়া, লুটপাট, ভাংচুর সহ কেটে ফেলেন তাদের বসতের পাশের কয়েকটি গাছ। তারপর আবারও ধপায় ধপায় তার পরিবার ও দুই ছেলেকে কয়েকবার করেন অসহনীয় মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে ভুক্তভোগী বারেক বাদী হয়ে রুস্তম আলী , গনি মিয়া সহ মোট ৭জনের নামে কোর্টে একটি মামলা দায়েল করেন। এব্যাপারে
আব্দুল বারেক সাংবাদিক দের জানান ‘ আমার দুই ছেলেকে মেরেছে, আমার বেড়া ভেঙেছে, গাছপালা কেটেছে। তাদের গায়ের জোড়ে আমার কিনা জায়গায় দিয়ে রাস্তা তৈরি করেছে। আমি খুবই অসহায়। অনেক ঘুরেও সঠিক বিচার পাচ্ছি না’। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই।
এব্যাপারে বিবাদী
গনি মিয়া বলেন এটা আমাদের জায়গা, আব্দুল বারেক কার কাছ থেকে কিনেছে সেটা আমরা জানি না। আমরা এখানে রাস্তা চাই।
একই গ্রামে বসবাস রত নুরুল ইসলাম চারু মিয়া সাংবাদিক দের জানান- ‘অনেক সহজ সরল আব্দুল বারেক, জায়গাটা ওনারই। ওনি কিনেছেন এই জায়গা। ওরা চায় জায়গাটা দখল করে সবটা রাস্তা করতে। কিন্তু আব্দুল বারেক চায় রাস্তার জন্য কিছুটা জায়গা দিয়ে বাকিটা ওয়াল করতে কিন্তু তাদের সাথে পারতেছেনা।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জানান দু পক্ষ বসলে সমাধানের চেষ্টা করবো।

Leave a Reply