হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী বাজরে বৈদ্যুতের ট্যান্সমিটারের গা ঘেঁষে নিয়মনীতি উপেক্ষা পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ও ব্রীজ বন্ধ করে জামায়াত নেতা ইসমাইল হোসেন মার্কেট নির্মান করছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পৌরসভার মহিশালবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক, হোমিও ডাক্তার, জামায়াত নেতা আলহাজ্ব মোঃ ইসলাইল হোসেন পৌরসভার নিয়মনীতি তোয়াক্কা না করে গত বুধবারঘ হতে বৈদ্যুতিক ট্যান্সফরমারের গা ঘেঁষে পাম্প বসিয়ে পৌরসভার ১৫ লাখ টাকায় নির্মিত রিটার্নিং ওয়ালের উপর ওয়াল দিয়ে, একটি বীজ বালু দিয়ে ভরাট করে বীরদাপটে মার্কেট নির্মান করেছেন।
পাম্প বসার সময় তিনি মসজিদের পানি ব্যবহার করেন। ১১ হাজার বৈদ্যুতিক লাইনে নীচে তিনটি দোকান নির্মান করছেন এটা মারাত্বক বিপদজনক। দুর্ঘটনা ঘটলে, প্রানহানি হলে তার দায়ভার কে নিবে জনগনের প্রশ্ন?
এ ব্যপারে গোদাগাড়ী পৌরসভার মেয়য় আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার নিময় ভঙ্গ কেউ মার্কেট নির্মান করতে পারবেন না। পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর ওয়াল দিয়ে মার্কেট নির্মান করা ও ব্রীজ মাটিদিয়ে ভরাট করা মারাত্বক অপরাধ। নির্মান কাজ বন্ধ করা হয়েছে। আইন অনুয়ায়ী ব্যবস্থা করা হবে।
পৌরসভার প্রকৌশলী সারোয়ার জাহান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার নির্মিত ব্রীজ ও রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর দিয়ে মার্কেট নির্মান করা মারাত্বক অপরাধ। লোক পাঠিয়ে তার কাজে বাঁধা দেয়া হয়েছে। পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ভেঙ্গে, পানি নিষ্কাশনেন ব্রিজ মাটি দিয়ে ভরাট করে মার্কেট নির্মান করে পারে কি এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন পারেন না এটা মারাত্বক অপরাধ। তার বিরুদ্ধে পৌরসভার আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
পৌর কর্মচারী মুরশেদ জানান, ইসমাইল হাজী সাহেবকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌর কতৃপক্ষ। আমিসহ কয়েকজন এসে বন্ধ কাজ রাখতে বলেছি। তিনি পৌরসভায় যোগাযোগ করেছেন এবং কাজ বন্ধ রেখেছেন।
এব্যপারে অভিযুক্ত জামায়াত নেতা আলহাজ্ব ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি পৌরসভার নির্মিত সাঁকো, রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর ওয়াল দিয়ে মার্কেট নির্মান করার বিষয়টি স্বীকার করেন। আমার আইন জানা ছিল না। আমি পৌরসভায় গিয়ে ছিলাম মেয়র সাহেবে সাথে কথা হয়েছে, ওয়াল ভেঙ্গে নিতে বলছেন। কালকে প্রকৌশলী আসবেন দেখে ব্যবস্থা নিবেন।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Leave a Reply