নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এলাকাবাসী, গোদাগাড়ী মডেল থানার পুলিশ কর্মকর্তা, অভিভাবকগণ, কক্ষ পরিদর্শক, শিক্ষক কর্মচারীদের সহযৌগিতায় গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা -২০২৩ মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠভাবে শেষ হয়েছে।
২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ হায়দার আলী, উপস্থিত ছিলেন গোল্ডেন সান বৃত্তি পরীক্ষার পরিচালক রফিক আলম।
উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আল ইসলাহ ইসলামী একাডেমি, বাসুদেব পুর উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঁচূয়া সরকারি প্রাধমিক বিদ্যালয়, দি সান রাইজ সেমি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন, মর্ণিং স্টার কিন্ডারগার্টেন, ফুঁলকড়ি কিন্ডারগার্টেন সহ আরও অন্যান্য প্রতিষ্ঠানের এ বৃত্তি পরীক্ষয় অংশ গ্রহন করে। নার্সারী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির ৩৬২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেই। বৃত্তি পরীক্ষায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মহাসচিব গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটি, শামজিদা আলম, পরিচালক (পরীক্ষা), গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটি।
কেন্দ্র সচিব মোঃ হায়দার আলীর সাথে কথা বললে তিনি বলেন, অত্যান্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছ।পরীক্ষায় অংশ নিতে পারায় শিক্ষার্থীরা খুব খুশি। পরীক্ষা দেখতে আসা শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বললে তারা বলেন আমরা খুব খুশি, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরে ছেলে মেয়েরা দারুন খুশি। তারা আগামীতে এরকম প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করে।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী।

Leave a Reply