গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌরসভার স্টোর কিপার শেখ জিয়াউর রহমান জিয়া’র পিতা গদাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ অজিয়ার রহমান (৮২) শনিবার বেলা ২:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড সোহরাব আলী সানা, খুলনা -৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, গদাইপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *