নুরুল ইসলাম (টুকু) সদর উপজেলা, প্রতিনিধি, খাগড়াছড়ি
বাগীশিক সদর উপজেলা সংসদের আয়োজনে ও খাগড়াছড়ি জেলা সংসদের সার্বিক সহযোগিতায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরে দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে জেলার লক্ষী নারায়ণ মন্দিরে সকাল ১০টা দিকে শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা, বিভিন্ন গীতা স্কুলে গীতা দান ও গীতাপাঠ প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা করা হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিল পরিমল দেবনাথ, কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে উপদেষ্টা মনোরঞ্জন দেব, লক্ষী নারায়ণ মন্দিরের সহ-সভাপতি আশীষ ভট্রচার্য্য ,বাগীশিক জেলা সংসদের আহবায়ক প্রভাত তালুকদার ,উত্তর চট্রগ্রাম বাগীশিক এর সাবেক সাধারণ সম্পাদক সুমন দে ,বাগীশিক সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার ও রাধা বঙ্কুবিহারী মন্দিরের ইসকন ইয়ুথ ফোরাম এর পরিচালক সোমনাথ তালুকদার ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে সব মানুষের জীবন সার্থক হবে। এজন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঁচ হাজার বছর আগে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী (মোক্ষদা একাদশী) তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই মহিমামণ্ডিত তিথিকে গীতা জয়ন্তী তিথি বলা হয়।

Leave a Reply