খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক উৎসব উদযাপন করা হয়েছে

মিঠুন সাহা, খাগড়াছড়ি সংবাদদাতা

শিব জ্ঞানে জীব সেবা”স্বামী বিবেকানন্দের এই মহান আদর্শকে বুকে ধারণ করে খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের ১০ বছর বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে খাগড়াছড়ি জেলা সদরের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকার প্রতাপ পাড়ায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। ধর্মীয় আলোচনা সভায় শ্রীরামকৃষ্ণদেব, শ্রী সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

এসময় মহারাজ বলেন, লেখাপড়ায় শিক্ষিত হলে হবে না, ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সকলের মাঝে রামকৃষ্ণের নীতি আর্দশ জাগ্রত হবে। খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় ও সভাপতি ভূবন মোহন ত্রিপুরার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
শ্রীতাপস হোড়, সহ-সম্পাদক, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম, শ্রীআশুতোষ সরকার, সদস্য, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরাসহ প্রমুখ।এই সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য বিধান রায় বিশ্বাসসহ অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সর্বশেষ ধীনা ড্যান্স একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও প্রসাদ বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *