ভারতীয় পণ্য ২২ বস্তা চিনি জব্দ, খাগড়াছড়িতে, আটক-৩

সদর উপজেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জেলার সদর উপজেলায় ১,৪৩,০০০ লক্ষ টাকার ভারতীয় পণ্য ২২ বস্তা চিনি জব্দ, ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর ) দুপুর ১২ টা ১০ এর দিকে
খাগড়াছড়ি সদর থানাধীন ০৫নং ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি সাকিনের তিন রাস্তার মোড় চেকপোষ্ট বসিয়ে (ক) ২২ (বাইশ)টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ভারতীয় চিনি, প্রতিটি বস্তায় ৫০ কেজি করিয়া (৫০X২২)=মোট ১,১০০ (এগারশত) কেজি চিনি জব্দসহ ব্যাটারি চালিত ইজিবাইক/টমটমসহ আসামীদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছে ১) মোঃ সুজন (২১), পিতা-সামছুল আলম, সাং-আর্দশ মুসলিম পাড়া, থানা-পানছড়ি, ২। মোঃ জুয়েল (২৪), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-ফাতেমা নগর, থানা-পানছড়ি, ৩। মোঃ মারুফ হাসান (১৯), পিতা-আব্দুল গনি, সাং-জিয়া নগর, থানা-পানছড়ি খাগড়াছড়ি।

জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে এএসআই(নিরস্ত্র)/সাইদুল হক, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা সঙ্গীয় ফোর্স নিয়ে এই অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই (নিঃ)মোহাঃ খোরশেদ আলম, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে উপস্থিত হইয়া বর্ণিত আলামত উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু করা হয়েছে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *