জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নির্বাচনী উপজেলা বিরামপুরে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শিবলী সাদিক-এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আ’লীগ প্রার্থী শিবলী সাদিক-এর সমর্থনে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার হাজারও নারী-পুরুষের ঢল নামে নির্বাচনী পথ সভায়।
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিরামপুর পৌরসভার সামনে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর আয়োজনে ও উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শীবেশ কুন্ডুর সভাপতিত্বে, পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের টানা দুইবারের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী শিবলী সাদিক।
উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম রানার সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, কৃষক লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মাহবুর রহমান হান্না, যুবলীগ নেতা সাহেদ আলী সরকার, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মেজবাউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার সরকারের মনোনীত তৃতীয় বারের মতো নৌকা প্রতিকের প্রার্থী শিবলী সাদিককে পূর্ণরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে পূর্ণরায় নৌকা প্রতিককের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
সভায় উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সমর্থকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পথসভা। বিভিন্ন এলাকা থেকে মিছিল ও ঢাক-ঢোল পিটিয়ে পথ সভায় যোগ দেন কর্মী সমর্থকরা।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।
Leave a Reply