মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আফজাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আমতলী শহরের উরশিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, তাহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ফারজিন কবির শিফা (১৬)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। তারা আমতলীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, বিকেল ৩টার দিকেসাংবাদিক একটা প্রতিষ্ঠানের সিনিয়র টিচার সেবা দিচ্ছে আমাদের হারুন ভাই দারুন নানামুখী আছে এই ওমর ফারুক আমতলী চৌরস্তা থেকে বিসমিল্লাহ নামের একটি বাস যাত্রী বোঝাই করে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটি উরশিতলা বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মংচিন থান
তালতলী প্রতিনিধি

Leave a Reply