প্যারোলে মুক্তি নিয়ে পিতার জানাযায় যুবদল নেতা শহিদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া অবস্থায় পিতার জানাজায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার আছর নামাজ বাদ উপজেলার লস্কর গ্রামের নিজ বাড়ীতে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছেলে শহিদুর রহমান শহীদ কারাগারে থাকায় তার পিতা ইউনুছ আলী অসুস্থ হয়ে বুধবার মারা যায়। পিতার জানাজায় অংশ নিতে পারে এজন্য তার পক্ষে হুরাইরা বাদশা খুলনা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন।যার প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন তাকে বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এরপর সে বাড়ীতে নিয়ে আসার পর আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিদিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন। উল্লেখ্য গত১০ ডিসেম্বর সোনাডাংগা থানার ৪(১২) ২৩ মামলায় পুলিশ আটক করে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *