থানচিতে ৩৮ বিজিবি জোন কমান্ডার সাথে রামদু পাড়া ব্যাপ্তিস্ট চার্চের “শুভ বড়দিন শুভেচ্ছা” বিনিময় করেন

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন কমান্ডার সাথে রামদু পাড়া স্থানীয় ব্যাপ্তিস্ট চার্চের” শুভ বড়দিন শুভেচ্ছা ” বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকার করেন।

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দুপুরের থানচি উপজেলা বলিপাড়া ৩৮ বিজিবি সার্বিক ব্যবস্হাপনার জোন সদরে বিএ-৬৩৮৩ লে: কর্ণেল তৈমুর হাসান খানঁ পিএসসি. এসি জোন কমান্ডার এর সাথে রামদু পাড়া স্থানীয় ব্যাপ্তিস্ট চার্চের “২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎকার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ০৪ নং গালেংগ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি -যোগেশ ত্রিপুরা, রামদু পাড়া কারবারি- দমশিংহা ত্রিপুরা, রামদু পাড়া স্হানীয় ব্যাপ্তিস্ট চার্চের পাস্টর – বীরবাহাদূর ত্রিপুরা, থানচি প্রেস ক্লাব প্রচার প্রকাশনা সম্পাদক-মথি ত্রিপুরা, রামদু পাড়া বাসী অলিন্দ্র ত্রিপুরা, যীশুরাম ত্রিপুরা, বীরবাহাদূর ত্রিপুরা, জনবাহাদুর ত্রিপুরা, মল্লিকা ত্রিপুরা, সৌরশী ত্রিপুরা, জয়নাতি ত্রিপুরা, ও মনিকা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

. তিনি বলেন, আসন্ন ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে সারাবিশ্বের শহরের গ্রামাঞ্চলে প্রতিটি গীর্জায় এই দিনটিকে পালন করা হবে।এই উৎসব খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান উৎসব। তিনি সকল খ্রিষ্টান ধর্মীয় বিশ্বাসীদের আসন্ন শুভ বড়দিন শুভেচ্ছা জানান।যার যার ধর্মের সুস্হ সুশৃংখল স্বাধীনভাবে পালন করা আশ্বাস দেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *