শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সার্বিক সহযোগিতায় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের স ালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ^াস, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, শিক্ষক আব্দুল ওহাব, অনিতা রানী মন্ডল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল ও প ানন সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *