লালমনিরহাট ২আসনে “ট্রাক” মার্কার নিয়ে প্রচার প্রচারণায় মমতাজ আলী শান্ত

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট॥
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা ছেলে মমতাজ আলী শান্ত, সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দিব গরিব দুঃখী মুখে,।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই জমে উঠেছে নির্বাচনের আলোচনা।লালমনিরহাট-২ (কালীগঞ্জ- আদিতমারী) আসনে নির্বাচনের মাঠে দুই উপজেলার ১৬ টি ইউনিয়নে ব্যপক পরিচিতি অর্জন করে নিয়েছেন। তরুণ এই প্রার্থীর হাসি- সুলব আচরণ জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে সহায়ক হয়েছে । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাটের সংসদীয় ২(কালীগঞ্জ-আদিতমারী) আসন টিতে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মমতাজ আলী শান্ত, কে “ট্রাক” প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী “ট্রাক মার্কার”প্রার্থী। বর্তমানে মাঠে – ঘাটে, হাট – বাজারে জনমুখে যাচ্ছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন তরুণ এই প্রার্থী। জনপ্রিয়তার শীর্ষে থাকা জনগণের বন্ধু, সমাজ সেবক, তারুণ্যের গৌরব, লালমনিরহাট-২ আসনে তরুণ উদীয়মান সতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত বলেন,সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি যতদিন বেঁচে থাকব জনগণের সেবক হিসেবে মানুষের সেবার নিয়োজিত যেনো থাকতে পারি। আরো বলেন যে পরিবর্তনের জন্য নির্বাচন আর নির্বাচনের জন্য পরিবর্তন, তিনি নতুন – তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম ও সকলের ভোটে জয়ী হয়ে পরিবর্তন ঘটাতে চান, তার ভাষায় এই পরিবর্তন বলতে জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর এই বেকারত্ব ঘোচাতে যা যা করা প্রয়োজন আমি করবো, গতানুগতিক সরকারী চাকুরীর পিছনে না ছুটে নতুন ও তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যেগতা হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

হাসমত উল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *