ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ট্রাক নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আনিছ

ময়মনসিংহ প্রতিনিধিঃ

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য, ত্রিশাল পৌরসভার সাবেক ৩বারের মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ তার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রতীক বরাদ্দ হওয়ার পর বিকেলে তার ব্যক্তিগত কার্যালয় থেকে ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি তার ব্যক্তিগত কার্যালয় থেকে ত্রিশাল পৌর এলাকার প্রধান রাস্তা প্রদক্ষিণ করে দড়ি রামপুর বাসস্ট্যান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়।

ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষ্যে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, ত্রিশালের মানুষ সন্ত্রাস চাই না, উন্নয়ন আর শান্তি চায়। সকল শ্রেণী পেশার মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় বসবাস করছে। অবহেলিত এই এলাকাকে উন্নয়ন ও শান্তির পক্ষে, ত্রিশালকে আর অবহেলিত থাকতে দেবে না সাধারণ মানুষ। আগামী ৭ জানুয়ারী ত্রিশালের আপামর জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করবে তারা সন্ত্রাসীকে পছন্দ করে না। নিজের নিরাপত্তা আর উন্নয়নের জন্য তারাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। জনগণের উপস্থিত প্রমাণ করে তারা শান্তি আর উন্নয়নের পক্ষে আছে। উন্নয়ন ও শান্তির পক্ষে জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। এসময় অন্যান্যাদের মাঝে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *