ঝিনাইদহে ৮ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ী পরিবারে শোকের মাতম

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরেনি বাবুল মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ী। আটদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে তার পরিবার সন্দিহান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ১১ ডিসেম্বর জিডি করেছেন নিখাঁজ বাবুলের ভাই ইমরান হোসেন। বাবুল মিয়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় বাবুলের পরিবারে চলছে শোকের মাতম। জিডি সুত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাবুল মিয়া গরু বিক্রি করতে যান শৈলকুপার ভাটই বাজারে। গরু বিক্রি করে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভাই ইমরান হোসেন সোমবার বিকালে জানান, ঝিনাইদহ শহরের আরাপপুরে এলাকায় বাথপুকুর গ্রামের নয়ন হোসেনকে ধারের ৭০ হাজার টাকা পরিশোধ করেন বাবুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কাছে টাকা থাকার কারণে বাবুলকে কেউ অপহরণ করেছে কিনা তা নিয়ে পরিবারের সদস্যরা যথেষ্ট সন্দেহের মধ্যে আছে। বাবুলের কাছে গরু বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিল বলে তার পরিবার দাবী করছে। এদিকে বাবুল হোসেন নিখোঁজ থাকার কারণে তিন শিশু কন্যা নিয়ে তার স্ত্রী শিরিনা খাতুন শোকে বিহবল। বৃদ্ধ মা নবিরণ নেছা তার ছেলেকে অক্ষত উদ্ধারের দাবী জানিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে, যার নাম্বার ৬৭৪। তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *