আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির নতুন কমিটি গঠিত

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
আমিরাতে অবস্থানরত দক্ষিণ চট্টগ্রাম জেলার আটটি উপজেলার বিএনপি সমমনা প্রবাসীদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপি গঠিত হয়েছে। নবগঠিত কমিঠিতে সভাপতি মোহাম্মদ ছরোয়ার আলম ভুট্টো, সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল বশর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ কায়সারকে নির্বাচিত করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির উপদেষ্ঠা মন্ডলীর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে দোয়া মাহফিলে কমিটির নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা ও পরিচিত করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার পাক নেয়ামত খেদা রেস্টুরেন্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিন জেলা প্রবাসী বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচক জাকের হোসেন খতীবের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন বিএনপি নেতা ইনজিনিয়ার রফিক আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল কুদ্দুস খালেদ, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্ঠা রুহুল আমিন প্রমুখ।মোহাম্মদ ওমর ফারুকের কুরআন তেলোওয়াতের পর বক্তব্য রাখেন ছরোয়ার আলম ভুট্টাে, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এরশাদ, জসিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ কায়সার, শফিউল আলম, আবদুল মাজেদ, ওমর ফারুক, মোহাম্মদ জহুর, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ শওকত, আবুল কালাম, জাহাঙ্গীর, মোহাম্মদ ফরিদ প্রমুখ।অনুষ্ঠানে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির নবগঠিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্ঠা জাকের হোসেন খতীব। নির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচছা জানানো হয়। কমিটির বাকী পদে পরে নির্বাচিত করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *