বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করলেন গফরগাঁও উপজেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ পালন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গফরগাঁও থানা, গফরগাঁও পৌরসভাসহ সরকারি-বেসরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , মহিলা ভাইস চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

এদিকে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া হয়। এছাড়াও বিকেল ৩টায় আলতাফ হোসেন গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা গফরগাঁও বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন- প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশবাসী বিজয়ের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের কর্মকান্ডের সুফল ভোগ করছে। এই ধারাবাহিকতা রক্ষা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *