বঙ্গবন্ধুর সৈনিকরা কোনদিন বেঈমানী করতে পারে না-মোতাহেরুল ইসলাম চৌধুরী

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপের্টার।।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পটিয়ার নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকরা কোনদিন দলের সঙ্গে বেঈমানি করতে পারে না। যুবদল ও জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে প্রকৃত নেতাকর্মীদের পটিয়ায় এতদিন কোনঠাসা করে রাখা হয়েছে। দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীরা বুঝতে পেরেছেন দলের সাথে কারা বেঈমানী করেছে। আগামী নির্বাচনে সেই বেঈমানদের ভোটের মাধ্যমে রুখে দিতে হবে।

১৭ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন৷

২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সনজিব দাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গব্বরউল বশর মনুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় এতে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কাজী মোঃ আবু তৈয়ব, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা সত্যজিত দাশ রুপু, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, আওয়ামী লীগ নেতা স্বপন বিশ্বাস, ফজলুল হক আল্লাই, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন, শহীদুল ইসলাম চৌধুরী, প্রদীপ বিশ্বাস, কাউন্সিলর বুলবুল আক্তার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাইফুল্লা পলাশ, সোহেল মোঃ নিজাম উদ্দিন, সোহেল ইমরান, সাজ্জাদ হোসেন, দেবশির্ষ চক্রবর্তী,পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, হাবিবুর রহমান সুমন, শফিকুল আলম জুনু, মুজিবুর রহমান, অভিজিৎ বড়ুয়া মানু, শহীদুল আলম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রণব দাশ, আনোয়ার রহমান, নূর মোহাম্মদ বাবুল, আব্বাস আহমদ ছিদ্দিকী, নাজিম উদ্দিন বাহাদুর, মো: লিটন, মো: মান্নান, মো: আরিফ, মোহাম্মদ জহির, নারী নেত্রী জাহেদা বেগম৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *