ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও জাতীয়পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপির পক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকালে পাটগুদাম ব্রীজ মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম ভাইয়ের নেতৃত্বে ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর এই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন জেলা জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক লাল মিয়া লাল্টু সাবেক কাউন্সিলর, মমিন রুবেল, মোঃ শাহজাহান সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দুলাল , মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক শফিকুল ইসলাম সোহেল ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জেলা জাতীয় তরুনপার্টির আহবায়ক কাওসার আহমেদ মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ সুমন হাসান ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ফরিদ হোসেন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া ৩০ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply