নুরুল ইসলাম( টুকু),সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এর আইডিয়াল স্কুলে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার ( ১৬ ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কুল কমিটির সদস্য অভিবাবক ও বর্তমান ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা বলেন: আজকের দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা স্থান করে নিয়েছিলাম। পৃথিবী জানলো আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্য সন্তানকে।সেই সাথে সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে বিষদ আলোচনা করেন এবং বিদ্যালয়ের এক বছরের নানা কার্যক্রম নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করে পর্যায়ক্রমে বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিন্টু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি কাজল বড়ুয়া, শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply