সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার

হেলাল শেখঃ ১৯৭১ইং সালে মুক্তিযুদ্ধের সকল নির্যাতিতা নারী, বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সেই সাথে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ সালাউদ্দিন সরকার।

বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার বলেন, আমাদের সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী ১২ ১২ দিনের নিষেধাজ্ঞায় বিজয় দিবস পালনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশ। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা জুড়ে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। এর কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা, জয বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *