ব্যারিস্টার দম্পত্তির বিবাহোত্তর বৌভাত সম্পন্ন

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা অন্তর্গত শুনসি দক্ষিণপাড়া গ্রামের অ্যাডভোকেট মো. আব্দুল বাছেদ এর পুত্র ব্যারিস্টার সাজ্জাদুল বাছিদ চৌধুরী সানি ও দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের আব্দুল করিম সরকারের কন্যা কানিজ ফাতেমা অনন্যা -এর শুভ বিবাহ ও বিবাহোত্তর বউ ভাত সম্পন্ন হয়েছে। 

 বৃহস্পতিবার ও শুক্রবার(১৪-১৫ ই ডিসেম্বর) বিকেলে বিবাহের কাজ সম্পন্ন করা হয়। অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সরকার বাড়ি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমন্ত্রিত হয়ে নব দম্পতিদের সুখময় জীবন কামনা করেন। অনন্যা’র মামা বিশিষ্ট নাট্যকার ও লেখক মতিউর রহমান রানা, ছোট মামা মো. আনিছুর রহমান বাবুল এর আমন্ত্রণে তাদের বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনিছুর রহমান বাবুলের এসএসসি- ৯০’ নাগরপুরের বন্ধুদের একাংশ উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুস সালাম, মাস্টার শওকত আলী, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, সাইদুর রহমান মিন্টু, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম তাজ, লুৎফর রহমানসহ প্রায় এক হাজার দাওয়াতি মেহমান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য. আজ শুক্রবার ১৫ই ডিসেম্বর বাদ জুমা ব্যারিস্টার সানির গ্রামের বাড়ি শুনসিতে বৌভাতের আয়োজন সম্পন্ন করা হয়।

নাগরপুর, টাঙ্গাইল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *