নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল টীমকে একটি ফুটবল, ১ সেট জার্সি প্রদান করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলামের অফিসে মেয়েদের হাতে ফুটবল ও জার্সি তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী প্রমূখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরা যেন খেলাধুলায় আগ্রহী হয় সেদিক বিবেচনা করে প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ছেলেদের মত মেয়েরা যেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উন্নতি করতে পারে এবং খারাপ কাজ, ইফটিজিং, বাল্যবিয়ে থেকে দূরে থাকে, নারীদের এগিয়ে নেওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য। এ জনপ্রতিনিধি আরও বলেন, ১০ বালিকা বিদ্যালয় যে গুলির মেয়েরা খেলাধুলায় এগিয়ে আছে তাদেরকে ফুটবল ও জার্সি সেট দেয়া হবে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply