অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে চান ত্রিশালের স্বতন্ত্র প্রার্থী আনিছ

ষ্টাফ রিপোর্টারঃ
ত্রিশাল পৌরসভার ৩বারের নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, ত্রিশালের অবহেলিত মানুষ, অবহেলিত জনপদ আর দুর্গম এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সকলে মিলে যদি উপজেলার প্রতিটি জনপদের জন্য কাজ করি তাহলে স্বপ্নের ত্রিশাল উপজেলাকে গড়ে তোলা সম্ভব।’তিনি বলেন-পুরো উপজেলার উন্নয়নে কাজ করতে আপনাদের সবাইকে পাশে চাই। এলাকায় কী করা প্রয়োজন তার পরামর্শ দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই, এই উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চাই।’

বুধবার (১৩ই ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলার আমিরাবাড়ী,মঠবাড়ী হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এসসব কথা বলেন।

এসময় স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, আমি কাজ করতে চাই উপজেলার অসহায়,গরিব সকল পেশাশ্রেণীর মানুষের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রকল্প গ্রহণ করেছেন। তিনি বলেন-ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার এর কিন্তু আমাদের এই ত্রিশালের ভাগ্যে কোন উন্নয়ন নেই আর এই জনগণের প্রত্যাশা পূরণে স্বতন্ত্র প্রার্থী হয়ে অবহেলিত ত্রিশালের উন্নয়ন এর জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ _৭ ত্রিশাল আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

উল্লেখ্য- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাবেক তিন তিন বারের সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ দীর্ঘ ২৩ বছর যিনি ত্রিশাল উপজেলা যুবলীগ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে, মেয়র হিসাবে দায়িত্বে থেকে অবহেলিত ত্রিশাল পৌরসভার ভাঙা টিনশেড ঘরকে ভবন করাসহ বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়ন করে পৌর এলাকার চেহারা পাল্টে দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *