এম এ আলিম রিপন,সুজানগরঃ মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ ডিসেম্বর) সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইস্কেন্দার আলীর সভাপতিত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মৃতিচারণ করে স্মরণসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুয়ারা খাতুন, কামাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.ইমদাদুল হক, মেহেদী মাসুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক সদস্য আব্দুর রহিম, শিক্ষক সদস্য(সংরক্ষিত) শামীমা নার্গিস, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিলুর রহমান। উল্লেখ্য সুজানগর থানাকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করলে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সম্মুখ সমরে শাহাদাত বরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মেধাবী শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল। তাঁর স্মরণেই ১৯৭২ সালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Leave a Reply