পাইকগাছায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ॥
আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সুপার মার্কেটের ছাদে আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগমের সবাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের স ালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পৌর প্যানেল মেয়র কবিতা রানী দাশ, কাউন্সিলর আসমা বেগম, রাফেজা খানম, ইউপি সদস্য এসনেয়ারা বেগম, হাসিনা বেগম, শাহনারা বেগম, মর্জিনা বেগম, রাধিকা গোলদার, রওশনয়ারা বেগম, ঝরনা দাশ, মেরী সরকার সোনাবান বেগম, কেয়া আক্তার, নাছিমা বেগম, রুবিনা আক্তার প্রমুখ।
অপর দিকে বিকেলে একই স্থানে যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা রুপার স ারনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নৌকা মার্কার মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলী, জেলা যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা রচনা, শিমু আক্তার, আকলিমা খাতুন তুলি, অ্যাডভোকেট শিউলী আক্তার লিপি, অ্যাডভোকেট রোজনীল সরকার, জান্নাতুল হাওয়া শান্তা প্রমুখ।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *