উজিরপুরে নবাগত নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উজিরপুরের নবাগত নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন , উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহকারী কমিশনার (ভুমি) কে এম ইসমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী , বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , যুব উন্নয়ন কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান অমল মল্লিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, আঃ খালেক রাড়ি , পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু , দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম , ক্রীড়া সম্পাদক সুদেব কুমার মন্ডল সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা , সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ইতিপূর্বে আগৈল ঝাড়া উপজেলার দায়িত্ব পালন করেছেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন আগৈল ঝাড়া উপজেলায় বদলি হয়েছেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *